
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, ব্রিটিশ হাইকমিশনার ও সিইসির এ বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। বিশেষ করে নির্বাচনকালীন কমিশনের প্রস্তুতি, ভোটারদের অংশগ্রহণ নিশ্চিতকরণ, অবাধ ও সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের পর্যবেক্ষণ সংক্রান্ত বিষয়গুলো আলোচনায় আসার সম্ভাবনা রয়েছে।
এর আগে রোববার (২৮ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে সোমবার ব্রিটিশ হাইকমিশনার সিইসির সঙ্গে সাক্ষাৎ করবেন। নির্ধারিত সময় অনুযায়ী বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশে দায়িত্ব পালন শুরু করার পর থেকে সারাহ কুক গণতান্ত্রিক প্রক্রিয়া, মানবাধিকার ও সুশাসন বিষয়ক নানা আলোচনায় সক্রিয় ভূমিকা রাখছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হওয়ায় আন্তর্জাতিক মহল বিশেষভাবে এ নির্বাচনকে গুরুত্ব দিচ্ছে।
বৈঠক শেষে নির্বাচন কমিশন বা ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হতে পারে বলে সূত্র জানিয়েছে।