শুভ্র মজুমদার : ষষ্ঠীর প্রভাত থেকেই শারদীয় দুর্গোৎসবের আবাহনে উৎসবের ঢেউ নেমেছে কালিহাতীর পথে-ঘাটে, মন্দিরে-মণ্ডপে। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর পূজার গানে মুখরিত চারপাশ। প্রতিমার রঙ-তুলির শিল্পশোভা চোখ ধাঁধিয়ে দিচ্ছে দর্শনার্থীদের। এবার কালিহাতী উপজেলার দুইটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে ১৬৮টি পূজামণ্ডপে আয়োজনের কথা থাকলেও মানুষের আগ্রহে যুক্ত হয়েছে আরও ৭টি নতুন মণ্ডপ। ফলে মোট ১৭৫টি মণ্ডপে শুরু হলো এবারের দুর্গোৎসব। গ্রাম থেকে শহর সবখানেই চলছে অনন্য মিলনমেলা। সকাল থেকেই ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। প্রতিমার কারুকাজ, আলোকসজ্জা আর শৈল্পিক সৌন্দর্য মুগ্ধ করছে সবাইকে। ভক্তদের বিশ্বাস, মা দুর্গার আগমনে অশুভ শক্তির বিনাশ হবে, প্রতিষ্ঠা হবে শান্তি ও সমৃদ্ধি। উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব প্রবাল ভট্টাচার্য মানিক জানান, এবার কালিহাতীতে মোট ১৭৫টি পূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মণ্ডপে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। স্থানীয় প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে, যাতে নির্বিঘ্নে পূজা সম্পন্ন হয়। ষষ্ঠীর পূজার মধ্য দিয়ে শুরু হলো দেবী আরাধনার মহোৎসব। আগামী কয়েকদিন ধরে সপরিবারে, সমাজ-সম্প্রদায় নির্বিশেষে হাজারো মানুষ ভিড় করবেন প্রতিমা দর্শনে। রঙ, আলো আর আনন্দে মাতোয়ারা হয়ে উঠবে কালিহাতীর প্রতিটি রাত। এই শারদীয় দুর্গোৎসব তাই শুধু ধর্মীয় আচার নয়; হয়ে উঠেছে মানুষে মানুষে মিলনের মহামঞ্চ, যেখানে ভেদাভেদ নয়, উৎসবই হয়ে উঠছে সবার পরিচয়।