
প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রমকে আরও কার্যকর ও শক্তিশালী করার লক্ষ্যে খুলনায় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম জোরদারকরণ শীর্ষক এ সেমিনারে স্থানীয় সরকার বিভাগ ও স্বাস্থ্য খাতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকসুদ জাহেদী ও বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ আখতারুজ্জামান। কর্মশালায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন ট্রাস্টের মাঠ প্রশাসন পরিচালক ডাঃ আসিফ মাহমুদ।
সেমিনারে বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এছাড়া উপজেলা পর্যায়ের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারস (সিএইচসিপি) উপস্থিত থেকে তাদের মাঠ পর্যায়ের অভিজ্ঞতা ও সমস্যাবলি তুলে ধরেন।
এ সময়ে অতিথি বৃন্ত কমিউনিটি ক্লিনিকের কার্যক্রমকে টেকসই ও জনবান্ধব করতে সবার সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করেন।










