
রবিবার সকালে সাভারের বিরুলিয়ার বেরিবাধ এলাকা থেকে আবু হানিফ (৩৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, শনিবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের নিজ ভাড়া বাসা থেকে বের হয়ে তিনি আর বাসায় ফেরেননি। পরে রবিবার সকালে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করেছে। নিহত আবু হানিফ বরিশাল জেলার নাজিরপুর থানার মুলাদী গ্রামের মৃত হারুন শেখের ছেলে।
অন্যদিকে শনিবার রাতে ঢাকার ধামরাই উপজেলার সিংশ্রী এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে শাকিল (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে প্রতিপক্ষের কয়েকজন শাকিলের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আরও যারা জড়িত রয়েছে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।