জলবায়ু ন্যায়বিচার ও সুন্দর জীবনের অধিকার চাইছে গাইবান্ধার মানুষ
Spread the love

মো: শুভ ইসলাম প্রতিনিধি:

 

 

গাইবান্ধা সদরের চর বাটিকামারী ও কামারজানী এলাকার মানুষের দাবি— জলবায়ু ন্যায়বিচার ও সুন্দর জীবনের অধিকার

গাইবান্ধা সদর, — বারবার বন্যা ও নদীভাঙনের কারণে চরাঞ্চলের মানুষ প্রতিনিয়ত বাস্তুচ্যুত হচ্ছে, হারাচ্ছে জীবিকা ও নিরাপত্তা। বিশেষ করে চর বাটিকামারী ও কামারজানী এলাকার হাজারো মানুষ এখন এক কণ্ঠে দাবি তুলছে— তারা জলবায়ু ন্যায়বিচার (Climate Justice) চায় এবং একটি সুন্দর, মর্যাদাপূর্ণ জীবনের অধিকার প্রাপ্য।

বিওয়াইও ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এবং বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশন এই দাবিকে সমর্থন জানিয়ে এলাকায় মানবিক কার্যক্রম চালাচ্ছে। সংগঠনের নেতৃবৃন্দ মনে করেন, জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে চরবাসী, অথচ তাদের কণ্ঠস্বর প্রায়শই উপেক্ষিত থেকে যায়। জীবিকা হারানো, খাদ্য ও আশ্রয়ের সংকট, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস, স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি— এসব সমস্যার মূল কারণ হলো পরিবেশগত বৈষম্য ও দুর্বল অবকাঠামো।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়— “চরাঞ্চলের মানুষ শুধু টিকে থাকার সংগ্রাম করছে না, তারা একটি ন্যায্য ও মর্যাদাপূর্ণ জীবনের দাবি জানাচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় রাষ্ট্র ও আন্তর্জাতিক সমাজকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

এই কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন সংগঠনের সদস্যবৃন্দ— মোঃ হাসান আলী, মোঃ মানিক ইসলাম, মহিম ইসলাম নয়ন, মোঃ লিমন ইসলাম, মোঃ রাব্বি হাসান, এস.এ. শফি আলম এবং মিলন।

বিওয়াইও ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশন সকল ব্যক্তি, প্রতিষ্ঠান ও উন্নয়ন অংশীদারদের আহ্বান জানাচ্ছে— আসুন আমরা সবাই মিলে চরাঞ্চলের মানুষের জন্য ন্যায়সঙ্গত, নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31