
২৭ সেপ্টেম্বর ২০২৫ চুয়াডাঙ্গা সদর উপজেলার হায়দারপুরে হেযবুত তওহীদের উদ্যোগে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত এ সমাবেশে কৃষকের ন্যায্য অধিকার, সমৃদ্ধি ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেযবুত তওহীদ চুয়াডাঙ্গা জেলা সভাপতি মো. জুয়েল রানা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক সভাপতি মো. জসেব উদ্দিন।প্রধান বক্তা তাঁর বক্তব্যে বলেন, “কৃষকের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। কৃষকদের পাশে দাঁড়ানো ও তাদের জীবনমান উন্নয়নে বাস্তব পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।” তিনি কৃষকের দুর্দশা দূরীকরণ, কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, সার ও বীজের সহজলভ্যতা, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং কৃষি-বান্ধব নীতিমালা গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।তিনি আরো বলেন, “আল্লাহর রাসূল (সাঃ) বলেছেন— শ্রমিকের ঘাম শুকানোর আগে তাকে পারিশ্রমিক দিতে হবে। অথচ আমাদের দেশে তার উল্টোটা ঘটে। বৈষম্য ও অবিচার দূর করতে হলে তওহীদ ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার কোনো বিকল্প নেই।”বক্তারা জানান, দেশের সর্বত্র সাধারণ কৃষকেরা এখন একতাবদ্ধ হচ্ছেন। তাদের কণ্ঠস্বরকে আরও জোরালো করতে সচেতনতা বৃদ্ধি ও সংগঠিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।সমাবেশে স্থানীয় কৃষকরাও তাদের বাস্তব অভিজ্ঞতা ও নানা সমস্যার কথা তুলে ধরেন। তারা একমত হন যে, কৃষিকে অগ্রাধিকার না দিলে দেশের উন্নয়ন টেকসই হবে না। অনুষ্ঠান শেষে কৃষকদের জন্য বেশ কিছু দিকনির্দেশনা ও সম্ভাব্য সহযোগিতামূলক পরিকল্পনা উপস্থাপন করা হয়।










