মোঃ জাহিদ হোসেন : বরিশালের হিজলা উপজেলায় অভিযান চালিয়ে জব্দ করা হয় ৪৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল। উপজেলা মৎস্য অধিদপ্তর এর উদ্যোগে অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার। জানা গেছে ২৭ আগস্ট শনিবার, অবৈধ কারেন্ট জাল জব্দের জন্য উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার, ও উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মেমানিয়া ইউনিয়ন এর ডিক্রির চর ছয়গা বাজারে ইউনুস মুন্সি তার দোকান অবৈধ কারেন্ট জাল মজুদ রেখেছেন । উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার বলেন, আমরা একটি টিম নিয়ে ইউনুস মুন্সীর দোকানে অভিযান পরিচালনা করি। অভিযানে প্রায় ৪৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ সকল জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।