আবুল কালাম আজাদ : ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শহরের টাউন হল প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় টাউন হলে এসে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম। এতে সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তা, ট্যুরিস্ট পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, স্কাউট সদস্য, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালি শেষে টাউন হল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, “অন্ন-বস্ত্রের পাশাপাশি মানসিক বিকাশের জন্য অবকাশ প্রয়োজন। পর্যটনের ক্ষেত্রে সঠিক স্থান, অবকাঠামো ও সুবিধা নিশ্চিত করা গেলে ময়মনসিংহের আশপাশের পর্যটন স্পটগুলোকে আরও আকর্ষণীয় করে তোলা সম্ভব। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি পর্যায়ের অংশগ্রহণও পর্যটন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” অনুষ্ঠানে বক্তারা ময়মনসিংহকে একটি সম্ভাবনাময় পর্যটন অঞ্চল হিসেবে গড়ে তুলতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন।