
মোঃ আসিফুজ্জামান আসিফ : সাভারে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে শুরু হয়েছে এলাকার সর্ববৃহৎ তৃতীয় গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড। শনিবার সকালে সাভার মডেল কলেজ প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সাভারের প্রায় ৮০টি স্কুলের পঞ্চম থেকে দশম শ্রেণির প্রায় চার হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতার আয়োজন করে সাভার সাইন্স সোসাইটি, যা সাভারের মেধাবী শিক্ষার্থীদের নিয়ে গঠিত এবং বর্তমানে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ সংগঠন পরিচালনা করে। এ আয়োজনকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসবের আমেজ তৈরি হয়। সবাই আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে গণিত ও বিজ্ঞানের প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তুলবে। ভক্সপপে সাভার সাইন্স সোসাইটির চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, “আমাদের লক্ষ্য সাভারের শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও প্রতিযোগিতামূলক করে গড়ে তোলা। ভবিষ্যতে এ আয়োজন আরও বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে।”










