
আবুল কালাম আজাদ : গাজীপুরের টঙ্গীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণকারী ফায়ার ফাইটার নুরুল হুদার দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের ধামাইল গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। দাফনের পূর্বে তাকে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক পূর্ণচন্দ্র মুদসুদি। জানাজায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা, সহকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। জানাজার আগে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর গফরগাঁও উপজেলা আমির ইসমাইল হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল্লাহ আল মামুন ও গফরগাঁও থানার ওসি মোহাম্মদ বাচ্চু মিয়া। ফায়ার ফাইটার নুরুল হুদা এক ছেলে, এক মেয়ে ও অন্তঃসত্ত্বা স্ত্রী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীর একটি কেমিক্যাল কোম্পানির গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিনির্বাপণ কাজে অংশ নেন নুরুল হুদা। এসময় তিনি গুরুতর অগ্নিদগ্ধ হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৪ সেপ্টেম্বর) তিনি মৃত্যুবরণ করেন।










