
মোঃ ইলিয়াছ খান : সালথায় আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় সালথা থানার হলরুমে এই সভার আয়োজন করে থানা পুলিশ। সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, থানার তদন্ত ওসি মারুফ হাসান রাসেল, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, সালথা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি মফিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মুফতি ইমরান হোসাইন, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি সমীর কুমার সাহা প্রমোখ। এছাড়াও সালথা থানার এসআই উজ্জ্বল সরকার, এস আই মেহেদী হাসান, সহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন এলাকার পূজা মন্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় শারদীয় দুর্গাপূজা সুন্দর পরিবেশে পালিত হোক, সেই জন্য সকলের সহযোগিতা কামনা করেন ওসি আতাউর রহমান বলেন, উপজেলার ৪২ টি পূজা মন্ডপে পুলিশের কড়া নিরাপত্তা থাকবে। গত বছর সালথায় শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হয়েছে। এবারও শান্তি পূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপন সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে , আপনারা সকলে ই প্রশাসনের সহযোগিতা করবেন এটাই আমরা আশা করি।










