
তৌফিকুর রহমান তাহের : ছাতক থানা পুলিশের এক বিশেষ অভিযানে উপজেলার ভাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার-কে গ্রেফতার করা হয়েছে। আওলাদ হোসেন মাস্টার ভাতগাঁও গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি নিষিদ্ধ ছাতক উপজেলা কৃষক লীগের আহবায়ক।
ছাতক থানার এসআই মোফাখারুল ইসলাম এবং এসআই সৈয়দ গোলাম সারোয়ার সঙ্গীয় পুলিশ ফোর্স সহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করেন। পুলিশ জানিয়েছে আওলাদ হোসেন মাস্টার ছাতক থানার মামলা নং-২৮ (৭) ২৫ এর আসামী।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম খান আসামী গ্রেফতারের বিষয় নিশ্চিত করে জানান, আসামী-কে আদালতে সোপর্দ করা হয়েছে।
ভিউ: ৩১৫










