
আবুল কালাম আজাদ : ময়মনসিংহ রেলস্টেশন থেকে যাত্রীর চুরি হওয়া ব্যাগসহ স্বর্ণালংকার, নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করেছে র্যাব-১৪। এ ঘটনায় জড়িত দুই চোরকে মাত্র ৩০ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। এছাড়াও পৃথক এক অভিযানে ৯৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বাদী মোঃ আতিকুর রহমান (৪৭), পিতা-মৃত নুরুল ইসলাম, সাং-হাটশিরা, থানা-কলমাকান্দা, জেলা-নেত্রকোনা কর্তৃক দায়ের করা মামলার সূত্রে জানা যায়—গত ২৫ সেপ্টেম্বর ২০২৫ বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে ময়মনসিংহ রেলস্টেশনে ট্রেন বিরতির সময় নামাজ পড়তে যান তিনি। ফিরে এসে দেখেন বাংকারে রাখা ব্যাগটি অজ্ঞাতনামা চোর চুরি করে নিয়ে গেছে। ব্যাগে ছিল জমির মূল দলিলপত্র, প্রায় ৮ ভরি স্বর্ণালংকার ও পরিবারের অন্যান্য মালামাল। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে র্যাব-১৪, ময়মনসিংহ বিষয়টিকে গুরুত্ব দিয়ে ছায়াতদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় সদর কোম্পানীর একটি চৌকস দল শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) রাত ১১টার দিকে ময়মনসিংহ সদর থানাধীন ডিবি রোড এলাকায় অভিযান চালিয়ে দুই চোরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো—
১. মোঃ বাবুল (৩২), পিতা-মোঃ আবুল কালাম, সাং-শেওড়া ধোপাখোলা।
২. রনি বনিক (৩৫), পিতা-প্রশন্ন বনিক, সাং-শেওড়া ডিবি রোড।
তাদের স্বীকারোক্তির ভিত্তিতে র্যাব চুরি যাওয়া ব্যাগসহ জমির দলিলপত্র, প্রায় ৭ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১৭ হাজার টাকা উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অন্যদিকে শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টা ১০ মিনিটের দিকে র্যাব-১৪ এর অপর একটি আভিযানিক দল ময়মনসিংহ রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৯৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। র্যাব জানায়, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের এই ধরনের অভিযান চলমান থাকবে।










