ভালুকায় পি.আর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল
Spread the love

আবুল কালাম আজাদ : ময়মনসিংহের ভালুকায় পি.আর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার ২৬ সেপ্টেম্বর ২০২৫ বিকালে উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও উপজেলা জামায়াতের আমির ছাইফ উল্লাহ পাঠান ফজলু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি শহীদুর রহমান শাহিনসহ স্থানীয় নেতৃবৃন্দ। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে জনগণের অংশগ্রহণমূলক পদ্ধতি চালু করতে হবে। সেইসাথে ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়ন, গণহত্যা ও দুর্নীতির বিচার করতে হবে। জামায়াতের ঘোষিত ৫ দফা দাবি হলো—
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠিত করা।
২. পি.আর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন চালু করা।
৩. সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৪. অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

বক্তারা আরও বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31