আবুল কালাম আজাদ : সততা, সাহসীকতা ও মানবিকতার প্রতীক হয়ে উঠেছেন ময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল আলম। দায়িত্ব গ্রহণের সাড়ে চার মাসেই তিনি জেলাবাসীর কাছে হয়ে উঠেছেন আস্থার নাম। প্রশাসনিক কর্মকর্তা হয়েও সাধারণ মানুষের পাশে থেকে, অসহায়দের সহায়তা দিয়ে এবং সাহসিকতার সাথে দায়িত্ব পালন করে তিনি অর্জন করেছেন জনমানুষের ভালোবাসা। অসহায় ও গরিব মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় সহায়তা, ভাসমান মানুষদের মাঝে খাদ্য বিতরণ, অসচ্ছল পরিবারকে আর্থিক সহায়তা—এসব উদ্যোগ তাকে অন্যন্য উচ্চতায় নিয়ে গেছে। শুধু সরকারি দায়িত্ব নয়, তিনি জনগণের সেবকের ভূমিকায় অবতীর্ণ হয়ে প্রশাসন সম্পর্কে মানুষের নেতিবাচক ধারণা বদলে দিয়েছেন। নিজ উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ, সেনাবাহিনী ও মাঠ প্রশাসনের সমন্বয়ে জনগণকে সচেতন করার প্রচেষ্টা এবং অনিয়ম প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনি প্রমাণ করেছেন সততা ও সাহসিকতা দিয়েই জনগণের আস্থা অর্জন সম্ভব। ডিসি মফিদুল আলম বলেন, “আমার ওপর অর্পিত রাষ্ট্রের সকল আদেশ সততা, স্বচ্ছতা ও আন্তরিকতার সাথে পালন করছি। সরকারের বরাদ্দ স্বচ্ছ তালিকার মাধ্যমে বণ্টন করা হচ্ছে। আমি এখানে কিছু নিতে আসিনি, দিতে এসেছি।” তার এ আন্তরিকতা ও দায়িত্বশীলতা ময়মনসিংহ জেলাবাসীর কাছে তাকে একজন মানবিক জেলা প্রশাসক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। স্থানীয়রা মনে করেন, দেশের প্রতিটি জেলায় যদি তার মতো জেলা প্রশাসক দায়িত্ব পালন করতেন, তাহলে দেশের চিত্রই বদলে যেত। জেলাবাসীর একটাই প্রত্যাশা—মফিদুল আলম যেন আরো দীর্ঘদিন ময়মনসিংহের দায়িত্বে থেকে জনসেবায় নিয়োজিত থাকতে পারেন।