হাসান আলী সোহেল : নাটোরের বড়াইগ্রামে আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে আয়োজন এবং ৫ দফা দাবির প্রেক্ষিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বনপাড়া পৌর গেইট থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, "জুলাইতে প্রস্তাবিত জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে। পাশাপাশি সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমতল ক্ষেত্র (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত, বর্তমান সরকারের গণহত্যা ও দুর্নীতির বিচারসহ ৫ দফা দাবি মেনে নিতে হবে।" সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও নাটোর জেলা শাখার নেতা, নাটোর-৪ (গুরুদাসপুর vবড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মো. আব্দুল হাকিম। তিনি বলেন, "দেশে যে একনায়কতন্ত্র কায়েম হয়েছে তা থেকে মুক্তি পেতে হলে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই জাতি মুক্তি পাবে। আমরা গণতন্ত্র ও আইনের শাস