বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার উদ্যোগে ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের কালীনাথ রায়ের বাজার থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাংলা স্কুল মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— পি আর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, জুলাই সনদ প্রণয়ন, ফ্যাসিস্ট নির্যাতন-গণহত্যার বিচার এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ। সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মাস্টার জাকির হোসাইন, নায়েবে আমির ও ভোলা-১ আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ও মিডিয়া সম্পাদক অধ্যাপক আমির হোসেন, সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসেন ও পৌর আমির জামাল উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, “৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পরও জনগণ প্রত্যাশিত সুফল পায়নি। তাই জনগণের অধিকার আদায়ে জামায়াত ৫ দফা দাবি নিয়ে আবারও রাজপথে নেমেছে।” তারা সরকারের প্রতি আহ্বান জানান, আগামী নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে আয়োজন করতে হবে এবং জনগণের ন্যায্য দাবি পূরণে কার্যকর ব্যবস্থা নিতে হবে।