বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গার আলমডাঙ্গার ডাউকি ইউনিয়ন শাখার উদ্যোগে নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার মাগরিবের নামাজের পর ছত্রপাড়া গ্রামের পশ্চিমপাড়ায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মাসুদ পারভেজ রাসেল। তিনি বলেন, “স্বাধীনতার ৫৩ বছর পার হলেও দেশের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেনি। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে কোরআনের আইন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের পাশে থাকতে চাই।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা শাখার আইন আদালত বিষয়ক সম্পাদক দারুসসালাম, আলমডাঙ্গা উপজেলা শাখার সহকারী সেক্রেটারি তরিকুল ইসলাম, উপজেলা মসজিদ মিশনের সভাপতি আব্দুল মান্নান, ডাউকি ইউনিয়ন শাখার আমির সজিবুর রহমান, সেক্রেটারি ডা. আব্দুস সালাম, সহকারী সেক্রেটারি মো. শরিফুল ইসলাম ও আলাউদ্দিন, যুব বিভাগের সেক্রেটারি নওশাদ আলী, মুন্সি আব্দুস সালাম, শিলু আবুছদ্দিন, এনামুল, আলম, কলমসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড সভাপতি সাইদুর রহমান এবং সঞ্চালনা করেন ওয়ার্ড সেক্রেটারি মেহেদী হাসান সলোক।