এম জালাল উদ্দীন : খুলনায় বেসরকারি উন্নয়ন সংস্থা সিয়াম এর আয়োজনে “We are for the next generation – সুস্থ দেশের আশায় দুই চাকায়” শ্লোগানকে সামনে রেখে “স্বাস্থ্যকর বাংলাদেশ যাত্রা” কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৫ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তামাক বিরোধী জোটের সমন্বয়কারী সাইফুদ্দিন আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন সিয়ামের নির্বাহী পরিচালক এ্যাড. মোঃ মাছুম বিল্লাহ। এসময় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সিয়ামের ৫ জন স্বেচ্ছাসেবী “স্বাস্থ্যকর বাংলাদেশ যাত্রা” কর্মসূচির অংশ হিসেবে বাংলাবান্ধা (পঞ্চগড়) থেকে ইনানী (কক্সবাজার) পর্যন্ত সাইকেল চালিয়ে ক্রস কান্ট্রি প্রচারণা চালাবেন। তারা স্বাস্থ্যকর জীবনধারা, তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন, কার্বনমুক্ত যানবাহনের ব্যবহার, স্বাস্থ্যকর খাবার গ্রহণ, মাঠ-পার্ক-জলাশয় রক্ষা এবং পরিবেশবান্ধব নানা দাবি তুলে ধরবেন। এই যাত্রা সারা দেশে স্বাস্থ্যসচেতনতা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন