জামালপুরে নিজেকে ATN News-এর সিনিয়র রিপোর্টার পরিচয় দেওয়া রকিবুল হাসান নামের এক ভুয়া সাংবাদিককে আটক করেছে জামালপুর থানা পুলিশ। তার বিরুদ্ধে দেওয়ানগঞ্জ ও সদর থানায় দুটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি নিজেকে বেসরকারি টেলিভিশন ATN News-এর সিনিয়র রিপোর্টার পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় প্রতারণা করে আসছিলেন। তার এই প্রতারণামূলক কর্মকাণ্ড কেবল সাধারণ মানুষকেই ভোগান্তিতে ফেলেনি, বরং সাংবাদিকতা পেশার ভাবমূর্তিকেও ক্ষুণ্ন করেছে। বর্তমানে আমাদের চারপাশে অসংখ্য ভুয়া সাংবাদিক সক্রিয়। ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পেজ খুলে তারা নিজেদের সাংবাদিক দাবি করছে। অনিবন্ধিত ও অনিয়ন্ত্রিত এসব কথিত সাংবাদিক সমাজের জন্য এক ধরনের ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে। তাদের কারণে প্রকৃত সাংবাদিকদের কাজ ব্যাহত হচ্ছে এবং সম্মান ক্ষুণ্ন হচ্ছে। প্রশাসনের উচিত এ ধরনের ভুয়া সাংবাদিকদের সঠিকভাবে শনাক্ত করে আইনের আওতায় আনা। তবেই প্রকৃত সাংবাদিকদের পেশাগত মর্যাদা আরও সুদৃঢ় হবে এবং জনগণও ভুয়া সাংবাদিকতার প্রতারণা থেকে মুক্তি পাবে।