
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচিকে জনগণের মাঝে ছড়িয়ে দিতে মির্জাপুর বাজারের অলিগলিসহ মাঠ চষে বেড়াচ্ছেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদ সোহরাব বৃহস্পতিবার (২৫সেপ্টেম্বর) দিনভর দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নিজ উপজেলা মির্জাপুরে বাজারে স্থানীয় জনগণের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন এবং ৩১ দফার মূল বার্তাগুলো তুলে ধরেন। ৩১ দফা বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি বাস্তবসম্মত ও জরুরি পরিকল্পনা। এই কর্মসূচির মাধ্যমে বিএনপি প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের রূপরেখা সম্পর্কে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিয়া,ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান মাসুদ,পৌর সিনিয়র যুগ্ম সম্পাদক দুলাল মিয়া প্রমূখ।
ভিউ: ১২১










