সাগর আহমেদ জজ : নেত্রকোনার-৫ পূর্বধলায় আসনে মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মাহাবুবুল আলম রানা হাসপাতালে আগত রোগীদের সঙ্গে কথা বলেন এবং রুগীদের খোঁজখবর নেন। সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ্ব ডা. মোহাম্মদ আলীর এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবেয়া আলীর জ্যেষ্ঠপুত্র বিএনপির নেতা ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম রানা বুধবার দুপুরে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা অসুস্থ রুগীদের খোঁজখবর নেন। তিনি হাসপাতালে আগত রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও ভোগান্তির খোঁজখবর নেন। এ সময় তিনি অসুস্থদের মাঝে খাবার বিতরণ করে তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। পরে স্বাস্থ্যসেবা বিভিন্ন বিষয় নিয়ে হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। ইঞ্জিনিয়ার মাহাবুবুল আলম রানা বলেন, "জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব। গ্রামের মানুষ যাতে উন্নত চিকিৎসা সুবিধা সহজে পায়, সেজন্য উপজেলা হাসপাতালের সেবার মান আরও উন্নত করা প্রয়োজন। আমি জনগণের সন্তান হিসেবে এই খাতে কোনো সহযোগিতার প্রয়োজন হলে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবো।" ইঞ্জিনিয়ার রানা তার বাবার আদর্শ স্মরণ করে বলেন, "আমার বাবা মরহুম ডা. মোহাম্মদ আলী সারা জীবন একজন চিকিৎসক হিসেবে মানুষের সেবা করেছেন এবং এই হাসপাতালটিকে ৫০ শয্যায় উন্নীত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গিয়েছেন। আমি তার আদর্শকে ধারণ করে জনগণের সেবায় নিয়োজিত থাকতে চাই।" এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী, হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং সাধারণ রোগী ও তাদের স্বজনরা উপস্থিত ছিলেন।