
নিউজ: চুয়াডাঙ্গা: ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ও আসন্ন চুয়াডাঙ্গা-২ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী হাসানুজ্জামান সজীব বুধবার বিকেল ৪টায় দামুড়হুদা আইএবি মিলনায়তনে উপজেলার নেতৃবৃন্দের সাথে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন। সভায় সভাপতিত্ব করেন এনামুল কবীর জিপসী। বিশেষ অতিথি ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মোঃ নাজিম উদ্দীন।
সভায় হাসানুজ্জামান সজীব বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে। জনগণের অধিকার নিশ্চিত করতে আমরা আন্দোলন চালিয়ে যাব।” তিনি আগামী ২৬ সেপ্টেম্বর চুয়াডাঙ্গার হাসান চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ঘোষণা দেন। নেতাকর্মীদের জনগণের দ্বারে দ্বারে গিয়ে হাতপাখা প্রতীকের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বানও জানান।
ভিউ: ১৬৪










