মোঃ নুরুজ্জামান খোকন : পিরোজপুর জেলাধীন ভান্ডারিয়া উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে,৭দিন ব্যাপি "পারিবারিক হাস-মুরগী পালন" বিষয়ক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়। বুধবার(২৪সেপ্টেম্বর) বৈকাল ৪ ঘটিকার সময়,ভান্ডারিয়া উপজেলার ধাওয়া নলকাঠা দাখিল মাদ্রাসায় উক্ত প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের ধারাবাহিকতায় বুধবার আয়োজিত প্রশিক্ষণে, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, সৈয়দ আজমল হোসেনের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আব্দুল হাই মল্লিক,উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর পিরোজপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মনিরুজ্জামান সহকারি পরিচালক(প্রশিক্ষক)যুব উন্নয়ন অধিদপ্তর ঢাকা। প্রশিক্ষণটি ২৪সেপ্টেম্বর থেকে ৩০সেপ্টেম্বর পর্যন্ত ৭দিন চলমান থাকবে। একটি প্রশিক্ষণ ট্রেডে মোট ৩০ জন ১৮-৩৫ বছর যুবক ও যুবনারীর অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের শুরুতে শিক্ষার্থীদের মাঝে খাতা ও কলম প্রদান করা হয়। এছাড়াও প্রশিক্ষণ শেষে সন্ধানী স্বরূপ প্রতিদিন ১০০ টাকা করে এবং সর্বশেষে একটি প্রত্যয়ন পত্র প্রদান করা হয়। যাতে করে পরবর্তীতে সে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক স্বল্প হারে লোন গ্রহণ করে স্বাবলম্বী হতে পারে।