
বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে যোগদান করেছেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক অবস্থানকালে ট্রাম্পের আমন্ত্রণে মঙ্গলবার তিনি এ অনুষ্ঠানে উপস্থিত হন। অভ্যর্থনা অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস প্রেসিডেন্ট ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান। এ সময় তিনি স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপ, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টবগেসহ বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। এছাড়া প্রধান উপদেষ্টা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গেও বৈঠক করেন। এ অভ্যর্থনা অনুষ্ঠানকে ঘিরে নিউ ইয়র্কে কূটনৈতিক পরিমণ্ডলে প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়, যেখানে বিশ্বনেতাদের উপস্থিতিতে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক জোরদারের নানা দিক উঠে আসে।










