ঝালকাঠি সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ
Spread the love

আগাম শীতকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝালকাঠি সদরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে সবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইয়াসমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহম্মদ। ২০২৫-২৬ অর্থবছরের এ কর্মসূচির আওতায় বসতবাড়িতে চাষযোগ্য ৩৭৫ জন কৃষক সাত ধরনের সবজির বীজ পেয়েছেন। মাঠ পর্যায়ে চাষযোগ্য আরও ৬৩৫ জন কৃষক এ সুবিধার আওতায় এসেছেন। তাঁদের মধ্যে ১১০ জনকে লাউ, ১৭৫ জনকে মিষ্টিকুমড়া, ১৭৫ জনকে বেগুন ও ১৭৫ জনকে শসার বীজ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেক কৃষককে দেওয়া হয়েছে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফারহানা ইয়াসমিন বলেন, “কৃষি প্রণোদনা কর্মসূচি সরকারের বিশেষ উদ্যোগ। আগাম শীতকালীন শাকসবজির উৎপাদন বাড়াতে কৃষকদের বিনা মূল্যে এ বীজ ও সার দেওয়া হচ্ছে। কৃষকেরা যদি যত্নসহকারে চাষাবাদ করেন, তবে কৃষি আরও সমৃদ্ধ হবে। ঝালকাঠি সদরের কৃষিও হবে আরও গতিশীল ও উন্নত। সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহম্মদ বলেন, “সরকার নিয়মিত কৃষকদের সহায়তায় প্রণোদনা দিচ্ছে। আগাম শীতকালীন সবজি চাষে এই বীজ ও সার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা চাই, কৃষকেরা এই সুবিধা কাজে লাগিয়ে অধিক ফলন অর্জন করুন। এতে কৃষকের আয় যেমন বাড়বে, তেমনি বাজারে সবজির সরবরাহও বৃদ্ধি পাবে। ফলে ভোক্তারা ন্যায্যমূল্যে সবজি পাবেন। কৃষি বিভাগ সবসময় মাঠপর্যায়ে কৃষকদের পাশে থাকবে। অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন এলাকার শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31