কক্সবাজার উখিয়া বিজিবি’র পৃথক অভিযানে বালুখালী ও পালংখালী বিওপি এলাকা হতে ১ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার
কক্সবাজার মাদকবিরোধী অভিযানে বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, গতকাল রাত, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) তারিখ গোপন সংবাদের ভিত্তিতে আনুমানিক ৭টা৩০ ঘটিকায় বালুখালী ও পালংখালী বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার বিআরএম-১৯ হতে আনুমানিক ৩০০ গজ পশ্চিম দিকে বাংলাদেশের অভ্যন্তরে যা বিওপি হতে আনুমানিক ০১ কিঃ মিঃ উত্তর দিকে আঞ্জুমানপাড়া পোস্ট নামক স্থানে অবস্থান করে। আনুমানিক ২০ ঘটিকায় মায়ানমার হতে ০২ জন ব্যক্তি নৌকাযোগে দুই জন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে টহলদল তাদেরকে ধাওয়া করলে এক জন চোরাকারবারী মায়ানমারের দিকে পালিয়ে যায় এবং অন্য একজন তার ব্যাগ রেখে ধানক্ষেতের মধ্য দিয়ে পালিয়ে যায়। বালুখালী বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার বিপি-২৬ হতে আনুমানিক ৫০০ গজ পশ্চিম দক্ষিণ দিকে বাংলাদেশের অভ্যন্তরে যা বিওপি হতে আনুমানিক ০২ কিঃ মিঃ দক্ষিণ দিকে রহমতের বিল নামক স্থানে অবস্থান করে। আনুমানিক ১৮ ঘটিকায় মায়ানমার হতে ০২ জন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে টহলদল তাদেরকে ধাওয়া করলে চোরাকারবারী তাদের বহনকৃত ব্যাগ ও হাসুয়া দা ফেলে দ্রুত দৌড়ে রহমতের বিল সংলগ্ন আঞ্জুমানপাড়া গ্রামে মধ্যে পালিয়ে যায়, উভয় টলহদল পরবর্তীতে বর্ণিত স্থানে তল্লাশী করে লাল গামছা দ্বারা মোড়ানো নীল রঙ্গের বায়ুরোধী ১০ কাট এবং মাছ রাখার ঝুড়ির মধ্যে নীল রঙ্গের বায়ুরোধী ০৫ কাট মোট ১৫ কাট সর্বমোট ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।