
আবুল কালাম আজাদ; ময়মনসিংহ জেলার গ্রাম আদালত কার্যক্রমে মামলা গ্রহণ ও নিষ্পত্তিতে উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ফুলবাড়িয়া উপজেলা। এই গুরুত্বপূর্ণ অর্জনের নেতৃত্ব দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুল ইসলাম। ইউএনও মোঃ আরিফুল ইসলাম তাঁর প্রতিক্রিয়ায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন ময়মনসিংহ জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, ফুলবাড়িয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, সদস্যবৃন্দ, হিসাব সহকারীসহ সংশ্লিষ্ট সকলকে।
তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন গ্রাম আদালত প্রকল্পে কর্মরত ফুলবাড়িয়ার দুই জন সহকর্মীর আন্তরিক সহযোগিতাকে, যা এই অর্জনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ইউএনও আরও বলেন, “সকলের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতার ফলেই আজ ফুলবাড়িয়া উপজেলা এই সম্মানজনক অবস্থান অর্জন করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতেও আমরা এই ধারা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”
গ্রাম আদালত কার্যক্রমের মাধ্যমে স্থানীয় পর্যায়ে স্বল্প খরচে এবং দ্রুত সময়ে বিচারিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য রাখা হয়। এই কার্যক্রমে অর্জিত সফলতা বিচারিক কার্যক্রমে স্বচ্ছতা ও দক্ষতার প্রতিফলন ঘটায়।










