
ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় ঈশ্বরগঞ্জ উপজেলা ২-০ গোলে তারাকান্দা উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়নের ট্রফি নিজেদের করে নেয়। খেলার শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে মাঠে নামে ঈশ্বরগঞ্জ দল। প্রথমার্ধে একটি এবং দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করে জয় নিশ্চিত করে তারা। খেলোয়াড়দের টেকনিক্যাল পারফরম্যান্স, গোছানো পাস ও দুর্দান্ত গোল দুটি দর্শকদের মুগ্ধ করে।
সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ মুফিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোক্তার হোসেন। তিনি বিজয়ী ও রানার আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
ম্যাচটি উপভোগ করেন বিপুল সংখ্যক দর্শক, ক্রীড়া সংগঠক ও প্রশাসনিক কর্মকর্তারা। আয়োজকরা জানান, যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে উৎসাহিত করা এবং সামাজিক সম্প্রীতি জোরদার করাই এ আয়োজনের মূল লক্ষ্য।










