
অদ্য ২৩সেপ্টেম্বর-২০২৫, (মঙ্গলবার) সকাল ১০ঘটিকার সময়,পিরোজপুর সদর উপজেলা ওমর ফারুক মিলনায়তনে,স্বেচ্ছাসেবী ও মানবাধিকার সংগঠন “আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি” (IHWS) পিরোজপুর সদর উপজেলা ও কাউখালী উপজেলা কমিটি সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ,সদস্যদের পরিচিতি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানটি মোঃ শাহিন শেখ এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামানের সঞ্চালনায়, পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন,পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার(অঃ দাঃ) এস এম আল আমিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, মোহাম্মদ রিয়াজ উদ্দিন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা,আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি।
তারিকুল ইসলাম নজিবুল, (উপদেষ্টা) পিরোজপুর জেলা। মোঃ জহিরুল ইসলাম,বরিশাল বিভাগীয় প্রতিনিধি। সৈয়দ আবিদুর রহমান,ঢাকা ও খুলনা বিভাগীয় প্রতিনিধি। মোঃ মোস্তাফিজুর রহমান চেয়ারম্যান, ৩নং সদর ইউনিয়ন কাউখালী। এছাড়াও জেলা প্রেসক্লাব পিরোজপুর এর সভাপতি মোঃ আব্দুল জলিল,সিনিয়র সহ- সভাপতি মোঃ সোহেল বিল্লাহ কাজল এবং সাধারণ সম্পাদক মোঃ আবু জাফর সহ প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন উপজেলার সংগঠনের স্বেচ্ছাসেবী সদস্যবৃন্দ।
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, “আমার জীবনে যতদিন প্রাণ থাকবে ততদিন মানুষের পাশে থেকে সেবা করে যাব। আমাদের সংগঠন অসহায় দুস্হ মানুষের জন্যই কাজ করছে এবং সবসময় করবে। বাংলাদেশের ৬৪ জেলায় আমাদের অনুমোদিত কমিটি রয়েছে। এটি একটি সরকার নিবন্ধিত আন্তর্জাতিক অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন।” তিনি আরও বলেন,আইডি কার্ড ও টি-শার্ট পাওয়ার অর্থ দায়িত্বশীল হয়ে মানবসেবায় নিয়োজিত হওয়া। কে অনাহারে দিন কাটাচ্ছে,কে অর্থাভাবে পড়াশোনা করতে পারছে না,কে চিকিৎসা বঞ্চিত হচ্ছে এসব বিষয়ে সবসময় আমাদের ভাবতে হবে এবং গরিব-অসহায় মানুষের পাশে থাকতে হবে।সেই সাথে অন্যায় অপরাধ দুর্নীতি, বাল্যবিবাহ ইভটিজিং ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে প্রতিবাদী হয়ে দাঁড়াতে হবে।
অনুষ্ঠান শেষে অন্যান্য নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। “মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য” এই শ্লোগানকে সামনে রেখে পরিচিতি সভার সমাপ্তি ঘোষণা করা হয়।










