ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১২৯ বোতল অবৈধ ভারতীয় মদ ও একটি ব্যাটারিচালিত অটোভ্যান জব্দ করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) দুপুর আড়াইটার দিকে ধোবাউড়া থানাধীন পোড়াকান্দুলিয়া ইউনিয়নের দুধনই বাজার পান মহাল সংলগ্ন কলসিন্দুর-টু-পোড়াকান্দুলিয়া সড়ক থেকে এসব মদ উদ্ধার করা হয়।
অভিযানে পুলিশ সুপার ও হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপারের নির্দেশনায়, ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল-মামুন সরকারের তত্ত্বাবধানে এসআই (নিঃ) আনোয়ার হোসেন, এসআই (নিঃ) হাদিছ উদ্দিন ও এএসআই (নিঃ) মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অংশ নেন।
জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ১৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।