
ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের নিঝুরী এলাকায় অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী তাইজুদ্দিন মিয়া জানান, তিনি তার অটোরিকশাটি ভাড়ায় চালানোর জন্য লালুমিয়ার বাড়ির ভাড়াটিয়া মোঃ বিল্লাল হোসেনের কাছে দেন। বিল্লাল হোসেন ও তার স্ত্রী মোছাঃ নাহার আক্তার সম্প্রতি ওই বাড়িতে ভাড়া ছিলেন। তাদের স্থায়ী ঠিকানা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
গত ২৯ আগস্ট ২০২৫ তারিখে প্রতিদিনের মতো বিল্লাল হোসেন রিকশাটি চালাতে নিয়ে বের হন। এরপর থেকে তিনি ও তার স্ত্রী নিখোঁজ হন। একইসাথে রিকশাটিও আর পাওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় একাধিকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। পরবর্তীতে ৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে তাইজুদ্দিন ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগীর দাবি, বিল্লাল ও তার স্ত্রীর কোনো জাতীয় পরিচয়পত্র জমা না নিয়েই বাড়ি ভাড়া দিয়েছিলেন লালুমিয়া। এতে করে চুরির পর তাদের প্রকৃত পরিচয় শনাক্ত করতেও সমস্যা হচ্ছে।
এ বিষয়ে স্থানীয়রা প্রশাসনের সুস্থ তদন্ত ও দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।










