
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক বিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১টা ২৫ মিনিটের দিকে আলমডাঙ্গা থানাধীন কালিদাসপুর উত্তরপাড়া গ্রামের হৃদয় স্টোর নামের মুদি দোকানের সামনে পাকা রাস্তা থেকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই (নিঃ) মোঃ আব্দুল মতিন পাইকপাড়া পুলিশ ক্যাম্পের ফোর্সসহ অংশ নেন। এসময় কালিদাসপুর উত্তরপাড়া গ্রামের ইমাদুল হকের ছেলে শাকিল আহম্মেদ ওরফে হৃদয় (২৭) কে আটক করা হয়। তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় আলমডাঙ্গা থানায় মামলা রুজু করা হয়েছে।