মো: শুভ ইসলাম : শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ১১টি ইউনিয়নে মোট ১০৬টি মন্দির-মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বিশেষ আইন-শৃঙ্খলা সভায় এ তথ্য জানান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাত চন্দ্র অধিকারী। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম। বক্তব্য রাখেন, সাদুল্লাপুর থানার ওসি মো. তাজউদ্দিন খন্দকার, উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য্য, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফজিলা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল হক, প্রেসক্লাব সভাপতি তাজুল ইসলাম রেজা ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ধাপেরহাট ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম, রিপোর্টার্স ক্লাব সভাপতি মো. শহিদুল হক, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পতিত পাবন ও সহসভাপতি দিলিপ কুমার সরকার প্রমুখ। সভায় বিভিন্ন মন্দির কমিটির সভাপতি-সম্পাদক, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মন্দির-মণ্ডপের সভাপতি ও সম্পাদকদের হাতে সরকারি অনুদান প্রদান করা হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাত চন্দ্র অধিকারী জানান, এবারের দুর্গাপূজায় মোট ১০৬টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রসুলপুরে ৯টি, নলডাঙ্গায় ৮টি, দামোদরপুরে ১৬টি, জামালপুরে ৬টি, ফরিদপুরে ৭টি, ধাপেরহাটে ৭টি, ইদিলপুরে ২টি, ভাতগ্রামে ১২টি, বনগ্রামে ১৭টি, কামারপাড়ায় ১৪টি এবং খোর্দ্দকোমরপুরে ৮টি মন্দির-মণ্ডপে পূজার প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, প্রতিমা তৈরির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এখন চলছে মণ্ডপের ভেতর-বাইরে সাজসজ্জার কাজ। গতবারের তুলনায় এবার প্রতিটি মণ্ডপে আরও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপিত হবে বলে আশা করা হচ্ছে। এদিকে, সভায় পূজাকে ঘিরে সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, শহর ও মণ্ডপ এলাকায় যানজট নিরসনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সাদুল্লাপুর থানার ওসি মো. তাজউদ্দিন খন্দকার বলেন, শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে উপজেলা প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিটি পূজা মণ্ডপে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ দায়িত্ব পালন করবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের টহল জোরদার করা হবে এবং সেনাবাহিনী ও র্যাবের সদস্যরাও মাঠে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।