
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ২১৬ বোতল নেশাজাতীয় হোমিওপ্যাথিক মেডিসিন অ্যালকোহল ও একটি ব্যাটারিচালিত পাখি ভ্যান উদ্ধার করেছে পুলিশ। এসময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, পিপিএম এর নেতৃত্বে তিয়রবিলা পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মানিক কুমার শিকদার সঙ্গীয় ফোর্সসহ ২১ সেপ্টেম্বর রাতে এ অভিযান পরিচালনা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা উপজেলার ১৫নং আইলহাঁস ইউনিয়নের নিমতলা মাঠে রজব আলীর কলা বাগানের পশ্চিম পাশে ক্যানেলের ধারে ইটের সলিং রাস্তার উপর থেকে কুটিপাইকপাড়া গ্রামের মৃত ওয়াছ উদ্দিনের ছেলে ফেলু মন্ডল (৪০) কে গ্রেফতার করা হয়। এসময় কাগজের কার্টুনে রাখা ২১৬ বোতল কর্কযুক্ত নেশাজাতীয় হোমিওপ্যাথিক মেডিসিন অ্যালকোহল ও একটি ব্যাটারিচালিত পাখি ভ্যান জব্দ করা হয়।
অভিযান চলাকালে আরও তিনজন আসামি দৌড়ে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। উদ্ধারকৃত আলামত একই দিন রাত ১১টা ৩৫ মিনিটে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।










