
উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় অভিযান চালিয়ে বিপুল পরিমান চোলাই মদ ও মদ তৈরি করার উপকরণ জব্দ করেছে সেনাবাহিনী। এ সময় তোফায়েল (৩৭) ও ললিত (২৫) নামে দু’ জনকে আটক করেছে। রবিবার সকাল ১১ টা থেকে দেড়টা পর্যন্ত ২ ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে মদ সহ তাদের আটক করা হয়।
আটককৃত দু’জন হলেন, নওগাঁর মহাদেবপুর উপজেলার বিনোদপুর সোনার পাড়া গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে তোফায়েল ও ঘাষিয়ারা গ্রামের অনিলের ছেলে ললিত। জানা যায়, চোলাই মদের রাজ্য হিসাবে পরিচিতি পেয়েছে মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের ঘাষিয়ারা গ্রাম। ঐ গ্রামে প্রতি নিয়ত চোলাই মদ তৈরি হয় এবং এগুলো যুব সমাজের মাঝে বিক্রি হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চুর উপস্থিতিতে রবিবার সকাল ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ২ ঘন্টাব্যাপী অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় তাদের নিকট থেকে ২৪ ড্রাম যার পরিমাণ ১টন চোলায় মদসহ ৬শ টি বোতল এবং মদ বানানোর উপকরণ (বড়ি) ৫ কেজি উদ্ধার করে সেনাবাহিনী।
সত্যতা নিশ্চিত করে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার জাকির হোসেন বলেন, ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চুর উপস্থিতিতে দুই ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে চোলায় মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে।
এসময় দু’ জনকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃতদের মহাদেবপুর থানায় হস্তান্তর করা হয়।










