চুয়াডাঙ্গা, ২১ সেপ্টেম্বর ২০২৫: আলমডাঙ্গা থানা পুলিশ ও আসমানখালী পুলিশ ক্যাম্পের যৌথ অভিযানে ১৩ (তের) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে এবং তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযান পরিচালনা করেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাঃ মাসুদুর রহমান, পিপিএম, এসআই মোঃ ফিরোজ আলী ও আসমানখালী পুলিশ ক্যাম্পের অন্যান্য ফোর্স। গোপন সংবাদের ভিত্তিতে নান্দবার পশ্চিমপাড়া গ্রামে মোঃ রতন আলীর মুদি দোকানের সামনে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ আসামীরা গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন: শালিকা উত্তরপাড়া গ্রামের মোঃ রাজিব হাসান (২৮), পিতা- মোঃ আহসান হাবিব। ভোগাইল মাঝেরপাড়া গ্রামের মোঃ নাইম ইসলাম (২৭), পিতা- নস্কর আলী। আসমানখালী বাদুরতলা গ্রামের মোঃ আসিফ আহম্মেদ লিজন (২৫), পিতা- মোঃ শওকত আলী। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা নং-২৭, তারিখ- ২১/০৯/২০২৫, ধারা ৩৬(১) সারণি ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। উদ্ধারকৃত আলামত ইং-২০/০৯/২০২৫ তারিখ রাত ১০:৩৫ ঘটিকায় জব্দ করা হয়।