চুয়াডাঙ্গা, ২১ সেপ্টেম্বর ২০২৫: আলমডাঙ্গা থানা পুলিশ শুক্রবার রাতে একটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ভোগাইল বগাদী গ্রামের মোঃ আব্দুল কুদ্দুচের ছেলে আসাদ সর্দার, মোঃ আনছার আলীর ছেলে সেন্টু আলী এবং মোঃ ফজলুর ছেলে মিলনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ১৫ পিচ Tapentadol ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাঃ মাসুদুর রহমান, পিপিএম এর নেতৃত্বে এসআই মোঃ ফিরোজ আলী এবং আসমানখালী পুলিশ ক্যাম্পের ফোর্স অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে ভোগাইল বগাদী এলাকায় ইটের ছলিং রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়।ওসি মুহাঃ মাসুদুর রহমান বলেন, “ভোগাইল বগাদী এলাকায় মাদকদ্রব্যের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৫ পিচ Tapentadol ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার ২৯(ক) অনুযায়ী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের থানা মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখবে এবং সকল ধরনের অবৈধ মাদক চক্রকে কঠোরভাবে দমন করা হবে।” গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য থানায় জব্দ রাখা হয়েছে।