
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আতিকুল ইসলাম (৩০) নামে এক বাংলাদেশি প্রবাসী।
তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বারবাড়ীয়া ইউনিয়নের বীর বখুড়া পূর্বপাড়ার হারু মিস্ত্রির ছেলে।
শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) ভোর ৫টার দিকে মক্কা শহরের নিকটবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে আতিকুল ইসলাম মক্কার নিকটবর্তী একটি ইমামা কোম্পানিতে কর্মরত ছিলেন।
তার মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে আসে গভীর শোকের ছায়া। স্থানীয়রা জানান, আতিকুল ছিলেন শান্ত-শিষ্ট ও বিনয়ী স্বভাবের একজন মানুষ। পরিবারকে নিয়ে তিনি ছিলেন অত্যন্ত দায়িত্বশীল।
তার অকাল মৃত্যুতে পরিবার-পরিজনসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ভিউ: ১৪৫










