
চুয়াডাঙ্গা, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি ও সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম রাখার দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুল হাসান।সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, অভিযানের সময় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি ও সংরক্ষণ করায় মেসার্স মদন মহন মিষ্টান্ন ভান্ডারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে তাজ মটরসকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে পরিবেশ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাস, নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল এবং পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।










