
ময়মনসিংহের ভালুকায় এক্সিলেন্ট সিরামিক কারখানায় মেশিনচাপায় মামুন (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মামুন গফরগাঁও উপজেলার দুবাসিয়া গ্রামের মানিক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কারখানায় একটি গাড়ি থেকে মেশিন নামানোর সময় হঠাৎ সেটি পড়ে মামুন চাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভালুকা মডেল থানার ওসি মোঃ হুমায়ুন কবির জানান, নিহত শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ভিউ: ১১৯










