কুড়িগ্রামে তথ্য অধিকার আইন বিষয়ক প্রচারনা ও কুইজ প্রতিযোগিতা
Spread the love

মোঃ জাকারিয়া হোসেন  : কুড়িগ্রাম সরকারি কলেজের শতাধিক তরুণ শিক্ষার্থীকে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ে ধারণা প্রদান করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক)। আজ সকালে কলেজের দর্শন বিভাগের হলরুমে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের আইনটির গুরুত্ব, তথ্য প্রাপ্তির প্রক্রিয়া ও অভিযোগ দায়েরের নিয়মাবলি হাতে-কলমে জানানো হয়। এর পর শিক্ষার্থীদের অংশগ্রহণে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।কার্যক্রমে প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে । দুই ঘন্টা ব্যাপি চলমান ওরিয়েন্টেশন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা মো: নাসির উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: আতাউল হক খান চৌধুরী। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সনাক সহ:সভাপতি ফজলে-এলাহী স্বপন । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান চিন্ময় রায়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ড. অনিসুজ্জামান, ব্যবস্থাপনা বিভাগের প্রধানসহ সনাক ও ইয়েস সদস্যবৃন্দ। অধ্যক্ষ তাঁর বক্তব্যে বলেন , দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার আইনের গুরুত্ব অনেক এবং এ আইনটি সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা জরুরী। শিক্ষার্থীদের আইনটি জানানোর জন্য তিনি টিআইবিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে কলেজে এধরনের আরো অনুষ্ঠান আয়োজনের অনুরোধ করেন, পাশাপাশি তিনি শিক্ষার্থীদের আইনটি বিভিন্ন অফিসে প্রয়োগ করে এর চর্চা করার অনুরোধ করেন এবং একদিন না একদিন এটি সকলেরই কাজে লাগবে বলে জানান । অনুষ্ঠানের মাঝামাঝি অংশগ্রহণকারি ছাত্র-ছাত্রীদের মাঝে তথ্যঅধিকার আইন বিষয়ে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এতে প্রথম স্থান অধিকার করেন রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবু জোবায়ের জিম। পরে অতিথিবৃন্দ কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন। উল্লেখ্য, তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্ক জনগণকে অধিকতর সচেতন করা, আইনটি প্রয়োগে জনগনকে উদ্বুদ্ধ করা এবং সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহে চাহিদাভিত্তিক তথ্য প্রদানের সংস্কৃতি চালু করার লক্ষ্যে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সনাক স্থানীয় পর্যায়ে নানাবিধ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31