জগন্নাথপুরে যুবসমাজের হাতে আটক চিহ্নিত মাদকব্যবসায়ী জেলহাজতে
Spread the love

সুনামগঞ্জের জগন্নাথপুরে চিহ্নিত মাদকব্যবসায়ী ছৈইল উদ্দিনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় যুবসমাজ।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

আটককৃত ছৈইল উদ্দিন (৩৫) পৌর শহরের ইকড়ছই এলাকার মৃত আরজু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানাযায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে পৌরশহরের ৭ নম্বর ওয়ার্ডের ইকড়ছই যুবসমাজের সদস্যরা মাদকবিরোধী অভিযানে নামে। এসময় তাকে ২০টি ইয়াবাসহ হাতেনাতে আটক করে। পরে খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, আটককৃত ছৈইল উদ্দিন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। এর আগেও তাকে একাধিকবার গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
ওসি আরও জানান, মাদকবিরোধী অভিযানে স্থানীয় যুবকদের অংশগ্রহণ প্রশংসনীয়। পুলিশের পাশাপাশি সমাজের মানুষ যদি এমনভাবে এগিয়ে আসে তাহলে এলাকায় মাদক নিয়ন্ত্রণ সহজ হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31