
চট্টগ্রামের সাতকানিয়ায় সাড়ে পাঁচশ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আবু তাহের (৫০) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মৃত সুলতান আহমদের পুত্র।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কেঁওচিয়া খুনি বটতলে অভিযান চালিয়ে মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, মাদকসহ তাহেরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, সাতকানিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর একটি বাস থেকে ইয়াবসহ তাকে গ্রেপ্তার করা হয়।
ভিউ: ১১৬










