চুয়াডাঙ্গার আলমডাঙ্গার রথতলা নিবাসী প্রখ্যাত শিল্পপতি, সমাজসেবক ও দাতা উত্তরা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্ণধার গিরিধারী লাল মোদি (৭৮) আর নেই। বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রস্থান আলমডাঙ্গার আকাশ-বাতাসে শোকের ছায়া নামিয়ে এনেছে।তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা-১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শরিফুজ্জামান শরীফ। এক শোকবার্তায় তিনি বলেন, “গিরিধারী লাল মোদি শুধু একজন শিল্পপতি ছিলেন না, তিনি ছিলেন সমাজের আলোকবর্তিকা, মানবতার বন্ধু। তাঁর অবদান শুধু আলমডাঙ্গা নয়, গোটা চুয়াডাঙ্গাকে ঋণী করে রেখেছে। তাঁর চলে যাওয়া আমাদের অপূরণীয় ক্ষতি।”তিনি মরহুমের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। উল্লেখ্য, শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক উন্নয়নসহ নানান কর্মযজ্ঞে গিরিধারী লাল মোদির অবদান ছিল অসামান্য। তাঁর মৃত্যুতে সর্বস্তরের মানুষের মাঝে এক শূন্যতার বেদনা নেমে এসেছে।