চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর নেতৃত্বে এক বিশাল গণসমাবেশ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু বলেন, “আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে এখনো কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। নির্বাচন হবে, মনোনয়ন বোর্ড গঠিত হবে, তারপর মনোনয়ন প্রদান করা হবে। আমরা এখন ধানের শীষে ভোটের জন্য জনগণের কাছে যাচ্ছি। জনগণ যদি ধানের শীষে ভোট দেয়, তাহলে বিএনপি বিজয়ী হবে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।”
তিনি আরও বলেন, চুয়াডাঙ্গার আলমডাঙ্গার নানা সমস্যা সমাধান জরুরি। তিনি উল্লেখ করেন, “আমি দুইবার চুয়াডাঙ্গা-১ আসনে নির্বাচন করেছি, তখন এত সমস্যা ছিল না।”
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, “আওয়ামী লীগ চোরের দল। গত ১৫-১৬ বছরে তারা লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করেছে। সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন না করে নিজেদের উন্নয়ন করেছে। এজন্যই আজ তারা দেশ থেকে পালিয়ে বেড়াচ্ছে।”
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন
আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু
জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও চুয়াডাঙ্গা জজ কোর্টের অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বোলা
আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম
বিএনপি নেতা আমিরুল ইসলাম সেলিম
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন
আলমডাঙ্গা উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম মামুন
৫ নম্বর গাংনী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আক্তার হুমায়ুন বাবলু এবং সার্বিক পরিচালনায় ছিলেন মো. ইলিয়াস হোসেন ওরফে সোহেল।
উপস্থিতি
গণসমাবেশে বিএনপির জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—খাইরুল, রকিবুল, আবু সুদ্দিন, ফারুক, নাসির, সেলিম, আলীকদর লাবু, বাদশা, রাহাত, ডালিম, শফিকুল, মিলন, ছোট নওশাদ, জিনা, জিহাদ, ফিরোজ প্রমুখ।
স্থান: আসমানখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।