চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের খাসকররা ডিগ্রি কলেজে প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে শিক্ষার্থী, অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে কলেজের হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা-১ আসনের মনোনয়ন প্রত্যাশী শরিফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে শরিফুজ্জামান শরীফ বলেন,
"গত ১৭ বছরে যারা ক্ষমতায় ছিল তারা সমাজে যে অরাজকতা ও বিকৃতি তৈরি করেছে তা পরিবর্তন করতে হবে। শুধু কথায় নয়, কাজ ও কর্মের মাধ্যমে নতুন সমাজব্যবস্থা গড়ে তুলতে হবে। আওয়ামী লীগের গত ১৭ বছরের সামাজিকতাকে এখানে ফুলস্টপ দিতে হবে, তারপর আমাদের নতুনভাবে শুরু করতে হবে।"
তিনি আরও বলেন,
"আমি ভোট চাইতে আসিনি। আমি নমিনেশন পাই বা ভোট করি বা না করি, সব সময় আপনাদের পাশে থাকব। খাসকররা ডিগ্রি কলেজের উন্নয়ন কাজের জন্য যখন যা প্রয়োজন, আমি সর্বোচ্চ চেষ্টা করব। এই কলেজের জন্য খেলার মাঠ থেকে শুরু করে অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন—সব কিছুর দায়িত্ব আমি নেব। এতে রাষ্ট্রীয় অনুদানের দরকার হবে না, আমি নিজ উদ্যোগেই এগুলো করে দেব।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন জোয়াদ্দার ও সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন।
স্বাগত বক্তব্য রাখেন খাসকররা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এইচ. এম. নাজমুল হুদা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খাসকররা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাসকররা ইউনিয়ন বিএনপির সভাপতি ও কলেজের গভর্নিং বডির সদস্য মো. আব্দুর রশীদ এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও গভর্নিং বডির সদস্য মো. আব্দুর রাজ্জাক রাজা।
অভিভাবক ও সুধীজনের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার প্রসারে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে। শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবার একসাথে কাজ করার বিকল্প নেই।