
গাইবান্ধা জেলা পুলিশ পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামীলীগের ১ নেতা ও ১ নেত্রী কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খন্দকার মোঃ জান্নাতুল নবী ওরফে ওরফে রিপন মাষ্টার অপরজন গোবিন্দগঞ্জ উপজেলার যুব মহিলালীগের যুগ্ম আহ্বায়ক মোছাঃ আফরুজা খাতুন সুইটি।
১৬ সেপ্টেম্বর মঙ্গলবার তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি আজ ১৭ সেপ্টেম্বর বুধবার বেলা ১০ টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম জেলা পুলিশের ফেইসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধের জন্য তাদের গ্রেফতার করা হয়েছে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়।