
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের দপ্তরি মো. আনিছ মিয়ার বিরুদ্ধে শিক্ষার্থীদের মানহানি ও ব্ল্যাকমেইলের অভিযোগ উঠেছে।
এ নিয়ে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসার ও প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
অভিযোগে বলা হয়, দপ্তরি আনিছ দীর্ঘদিন ধরে ছাত্রীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে এবং অশ্লীল ভিডিও থাকার মিথ্যা অভিযোগে ব্ল্যাকমেইল করছে। এতে শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। শিক্ষার্থীরা জানান, বিষয়টি প্রধান শিক্ষক নূরুল ইসলামকে জানালেও দ্রুত কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা পরীক্ষায় অংশ না নিয়ে বিক্ষোভে নামেন এবং বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। পরে আলোচনার মাধ্যমে দপ্তরি আনিছকে সাময়িকভাবে ১৫ দিনের জন্য বিদ্যালয়ে প্রবেশে নিষেধ করা হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, আনিছ মাদকাসক্ত এবং বিদ্যালয়ে যোগদানের পর থেকেই বিভিন্নভাবে শিক্ষার্থীদের হয়রানি করে আসছে। এর আগে এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় বরখাস্ত হলেও পরে পুনরায় কাজে যোগ দেন তিনি। এতে শিক্ষার্থীরা আতঙ্ক নিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন।
অভিযোগের বিষয়ে দপ্তরি আনিছ দাবি করেন, “শিক্ষার্থীদের সঙ্গে কোনো অন্যায় করিনি। তাদের পড়াশোনার বিষয় নিয়ে অভিভাবকদের জানানোয় ষড়যন্ত্র করে আমাকে ফাঁসানো হচ্ছে।”
প্রধান শিক্ষক নূরুল ইসলাম বলেন, “দপ্তরি আনিছের বিরুদ্ধে আনা অভিযোগ যাচাই করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”










