
এম জালাল উদ্দীন: খুলনায় মানবিক সাহায্য সংস্থা “ইমপেক্ট ইনিশিয়েটিভ” উদ্যোগে ২৬ জন এতিম শিশুর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(১৬ সেপ্টেম্বর) নগরীর আল ফারুক সোসাইটির সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথিদের উপস্থিতিতে শিশুদের হাতে বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান। তিনি বলেন,
এতিম ও অসহায় শিশুদের মুখে হাসি ফোটানোই মানবতার সবচেয়ে বড় কাজ। সরকারি উদ্যোগের পাশাপাশি এ ধরনের মানবিক কার্যক্রম সমাজকে আলোকিত করে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)-এর খুলনা জেলা প্রতিনিধি ও খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ দিদারুল আলম।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুসলিম এইড অস্ট্রেলিয়ার খুলনা মহানগর ও জেলা প্রতিনিধি এবং কয়রা-পাইকগাছা উন্নয়ন ফোরামের সভাপতি এস এ মুকুল।
অনুষ্ঠানের আলোচনায় বক্তারা সমাজের বিত্তবান ও সক্ষম ব্যক্তিদের এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
আলোচনা শেষে প্রধান অতিথি (ডিসি) মোঃ তৌফিকুর রহমান শিশুদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে এতিম শিশুরা অতিথিদের সঙ্গে খোলামেলা আলাপচারিতা করে এবং খুশি মনে সহায়তা গ্রহণ করে।
উল্লেখ্য, “ইমপেক্ট ইনিশিয়েটিভ” খুলনা ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে অসহায় মানুষের কল্যাণে কাজ করে আসছে। বিশেষ করে এতিম শিশুদের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে তাদের নিরলস প্রচেষ্টা ইতিমধ্যে স্থানীয় সমাজে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।










